কুমিল্লার দেবিদ্বার থেকে অপহৃত কিশোর মো. ওয়িউল্লাহর (১৭) অর্ধগলিত লাশ লামা উপজেলা রূপসী ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে রূপসী ইউনিয়নের রূপসী পাড়ার দুর্গম পাহাড়ি এলাকা শিংঝিড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত দু'জনকে পুলিশ আটক করেছে। তারা হলেন- ওয়িউল্লাহর দুঃসম্পর্কের চাচাতে ভাই মো. আরিফুল ইসলাম (১৭)। তার বাড়িও কুমিল্লার দেবিদার এলাকায়। অপর অপহরণকারী মো. ফয়েজ আহম্মদের (৩৮) বাড়ি কুমিল্লায়।

পুলিশ জানায়, ওয়িউল্লাহর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। গত ২২ মার্চ তাকে অপহরণ করে বান্দরবানের লামা উপজেলার রূপসী ইউনিয়নে দুর্গম এলাকায় আনা হয়। এরপর তার স্বজনদের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহরণের দু'দিন পর ওয়িউল্লাহর বড়ভাই কুমিল্লা থানায় একটি মামলা করেন। পরে বিভিন্ন সূত্র ধরে বাদী লামা থানায় মামলার কপি নিয়ে আসেন। এরপর লামা থানা পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে আটক করে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অপহরণের সঙ্গে জড়িত মো. আরিফুল ইসলাম ও মো. ফয়েজ আহম্মদকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে রূপসী পাড়ার শিংঝিড়ি থেকে অপহৃতের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। তারা প্রাথমিকভাবে খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।