সালথায় তাণ্ডবে ক্ষতিগ্রস্ত উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মো. মোখতার আহমেদ। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন- ফ‌রিদপু‌রের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. তছলিমা আলী, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি প্রমুখ।

গত ৫ সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর করতে দুই আনসার সদস্য ও ব্যক্তিগত সহকারীকে নিয়ে সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হিরামণি ফুকরা বাজারে যান। তিনি যাওয়ার পর সেখানে মানুষের জটলা সৃষ্টি হয়। এ অবস্থায় তিনি ওই স্থান থেকে ফিরে আসেন এবং সেখানে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পাঠান।

ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা এসআই মিজানুর রহমানের ওপর হামলা চালান। এতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয় জনতা পুলিশের গুলিতে দু'জন নিহত এবং স্থানীয় দুই মাওলানাকে গ্রেপ্তারের গুজব ছড়িয়ে দেয়। এরপর হাজারো মানুষ এসে থানা ঘেরাও করে। সেই সঙ্গে উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ও সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর আট সদস্যসহ আহত হন ২০ জন। তাদের মধ্যে জুবায়ের হোসেন (২৫) ও মিরান মোল্লা (৩৫) নামের দুই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।