- সারাদেশ
- ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু
ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু

নেত্রকোনার মদনে ধান মাড়াইকে কেন্দ্র করে সংঘর্ষে আহত কৃষক আবুল কাসেম (৬৫) মারা গেছেন। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আবুল কাসেমের বাড়ি উপজেলার নায়েকপুর ইউনিয়নের বড়াটি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে নিহত আবুল কাসেমের সাথে প্রতিবেশি কৃষক আব্দুল লতিফের কথা কাটাকাটি হয়। এর জের ধরে এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কৃষক আবুল কাসেম আহত হন। একই দিন সন্ধ্যায় স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, সংঘর্ষে আহত কৃষক আবুল কাসেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন