বগুড়ার শিবগঞ্জে এক রিকশাভ্যান চালককে গলা কেটে খুন করে তার রিকশাভ্যানটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটে। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্টারপার গ্রামের পাশে পাটক্ষেত থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মোখলেছুর রহমান (৬০) শিবগঞ্জের কিচক ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামের মৃত আলিমুদ্দিন ফকিরের ছেলে।

জানা যায়, মোখলেছুর রহমান রোববার বিকেল ৪টার দিকে তার ব্যাটারী চালিত অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়িতে ফেরেননি। সোমবার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে পাটক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

স্থানীয় ময়দানহাটা ইউপি চেয়ারম্যান এসএম রুপম জানান, ধারণা করা হচ্ছে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে হত্যা করে ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার অটোভ্যানটির সন্ধান পাওয়া যায়নি। ধারণা  করা হচ্ছে হচ্ছে ছিনতাই এ বাধা দেওয়ায় তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।