- সারাদেশ
- ঈদে নতুন জামা না দেওয়ায় কিশোরের আত্মহত্যা
ঈদে নতুন জামা না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঈদ উপলক্ষে নতুন জামা কিনে না দেওয়ায় রানা বিশ্বাস (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সোমবার সকালে উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া রানা বিশ্বাস একই গ্রামের আলামিন বিশ্বাসের ছেলে। সে কোটালীপাড়া পাবলিক ইনষ্টিটিউটের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে রানা বিশ্বাস তার বাবার কাছে একটি নতুন জামা কিনে দেওয়ার আবদার করে। দরিদ্র আলামিন বিশ্বাস ছেলের এ আবদার পূরণে অপারগতা প্রকাশ করে। এতে বাবার ওপর অভিমান করে রানা বাড়ির পাশে একটি বট গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মা-বাবা ও আত্মীয়-স্বজনের কোনো অভিযোগ না থাকায় রানা বিশ্বাসের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।
মন্তব্য করুন