- সারাদেশ
- বগুড়ায় ভারতফেরত পরিবারের বাড়িতে লাল নিশানা
বগুড়ায় ভারতফেরত পরিবারের বাড়িতে লাল নিশানা

ওই বাড়িতে লাশ নিশানা টাঙিয়ে দিচ্ছে প্রশাসন -সমকাল
বগুড়া শহরের নারুলী এলাকায় একটি পরিবার ভারত থেকে ফিরে স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাচল করায় বাড়িতে লাল নিশানা টাঙিয়ে দিয়েছে প্রশাসন। বগুড়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান লাল নিশানা টাঙিয়ে তাদের ১৪ দিন বাড়িতে থাকার নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় পৌর কাউন্সিলর রুস্তম আলী।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মাহবুবুর রহমান, লাভলী আক্তার, ওয়াসীউল ইসলাম, মাহবুবা রহমান নামের চার ব্যক্তি মেডিকেল ভিসায় ভারতে যান। চিকিৎসা শেষে রোববার সন্ধ্যায় তারা দেশে ফেরেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। অপরদিকে রোববার রাতেই বাংলাদেশ ইমিগ্রেশনের মাধ্যমে বগুড়ার সিভিল সার্জনকে বিষয়টি অবগত করলে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সোমবার সকালে এ ব্যবস্থা নেয়।
ভারত থেকে ফেরা ওয়াসীউল ইসলাম জানান, তার শ্বশুর মাহবুবুর রহমানের চিকিৎসার জন্য তারা কলকাতায় গিয়েছিলেন।
মন্তব্য করুন