- সারাদেশ
- লালমোহনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
লালমোহনে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ও লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে প্রায় এক হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী অসহায়দের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত কাজ করছেন। আমাদেরও প্রত্যেককে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তাহলে করোনাভাইরাস মোকাবিলা সম্ভব হবে।
এর আগে তিনি লালমোহন উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে 'বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস' উপলক্ষে আলোচনা সভা ও র্যালিতে অংশ নেন। এ সময় সাংবাদিকদের উদ্দেশে এমপি শাওন বলেন, করোনা মহামারির শুরুতে গত বছর গণমাধ্যমকর্মীদের জন্যও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা দিয়েছিলেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে এবারও তিনি গণমাধ্যমকর্মীদের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ দিয়েছেন। গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাই তথ্যহীন ও ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে সাংবাদিকদের বিরত থাকা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন প্রেস ক্লাব সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক জসিম জনিসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
মন্তব্য করুন