চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের দুই নেতাকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে আটক হওয়া এই দুইজন হলেন- মাওলানা মো. আরিফ ও মাওলানা তাজুল ইসলাম।

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা এতথ্য নিশ্চিত করেছেন।

গত ২৬মার্চ হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় করা নাশকতা মামলায় হাটহাজারী থানা পুলিশ তাদের আটক করে।

আটক মাওলানা তাজুল ইসলাম হেফাজতের হাটহাজারী পৌরসভা কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মাওলানা তাজুল ইসলাম হাটহাজারী উপজেলা কমিটির সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক।