- সারাদেশ
- খুলনায় নারী শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন সাংসদ
খুলনায় নারী শ্রমিকদের খাদ্য সামগ্রী দিলেন সাংসদ

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল ও তার সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পার সৌজন্যে কর্মহীন ৫০০ নারী শ্রমিকের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার নগরীর হাদিস পার্কে এসব বিতরণ করা হয়। মানবিক সহায়তার মধ্যে ছিলো চাল, আলু, সবজি ও মুরগির মাংস।
খাদ্য বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আবদুুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। অনলাইনে সংযুক্ত থেকে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য জনাব সেখ সালাহউদ্দিন জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সী মাহবুবুল আলম সোহাগ প্রমুখ।
মন্তব্য করুন