- সারাদেশ
- লালমনিরহাটে অটো ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২
লালমনিরহাটে অটো ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রতীকী ছবি
লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় ব্যাটারিচালিত অটো ভ্যানে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ঊফারমারা কল্লাটারী ব্রিজের ঘন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বুড়িমারী ইঊনিয়নের ৯নং ওয়ার্ডের আকবর আলী (৫৫) ও একই ইঊনিয়নের যাদু ইসলাম ( ৩৭)। তারা দুজনেই ভ্যানের যাত্রী ছিলেন।
দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত বলেন, ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন