- সারাদেশ
- র্যাবের ত্রাণ সহায়তা পেল ৫০০ পরিবার
র্যাবের ত্রাণ সহায়তা পেল ৫০০ পরিবার

ছবি: সংগৃহীত
রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে র্যাব-১-এর পক্ষ থেকে বুধবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ৫০০ পরিবারের মাঝে এসব ত্রাণ তুলে দেন। এ সময় র্যাবের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র্যাব জানায়, করোনা মহামারির কারণে অসহায় ও দুস্থ মানুষের খাবারের ব্যবস্থা করা কষ্টসাধ্য হওয়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে র্যাব। চলমান মহামারিতে র্যাব বিভিন্ন সময়ে সারাদেশে অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করছে এবং ক্ষতিগ্রস্ত দুগ্ধ ও পোলট্রি খামারিদের পাশে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন