- সারাদেশ
- মেহেন্দিগঞ্জ বৃদ্ধকে পিটিয়ে হত্যা
মেহেন্দিগঞ্জ বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চর ফেনুয়া গ্রামে পুকুরের মাটি কাটা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দোলোয়ার হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়নের চর ফেনুয়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের ছেলে। বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী সালমা বেগম এবং স্থানীয়রা জানান, বিরোধপূর্ণ পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই খালেক হাওলাদারের সঙ্গে বুধবার দেলোয়ারের কথা কাটাকাটি হয়। এর জেরে বৃহস্পতিবার বিকালে আবার কথাকাটি হলে খালেক হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার ও চান হাওলাদার পিটিয়ে দেলোযার হোসেনকে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন