- সারাদেশ
- একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক হেফাজত নেতা জাকারিয়ার: পুলিশ
একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক হেফাজত নেতা জাকারিয়ার: পুলিশ

জাকারিয়া নোমান ফয়জী
হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জীর একাধিক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একাধিক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের কথা স্বীকার করে এর জন্য দুঃখও প্রকাশ করেছেন। বলেছেন, ‘মানুষ মাত্রই ভুল করে।’ এছাড়া জাকারিয়া নোমান দেশজুড়ে হেফাজতের তাণ্ডবের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন বলেও দাবি পুলিশের।
বৃহস্পতিবার নগরের ২ নম্বর গেইটে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক এসব তথ্য জানান। হেফাজত নেতা জাকারিয়া নোমান ফয়জীর কাছ থেকে উদ্ধার করা একটি মোবাইলে এ সংক্রান্ত তথ্যপ্রমাণ পাওয়ার দাবি করেন তিনি। প্রসঙ্গত, গত বুধবার বিকালে কক্সবাজার জেলার চকরিয়া থেকে জাকারিয়া নোমান ফয়জীকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘তিনি (জাকারিয়া নোমান) বিবাহিত। কিন্তু তার কাছ থেকে পাওয়া মোবাইল সেটের সূত্র ধরে আমরা জানতে পারি, তার একাধিক নারীর সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক ছিল। এছাড়া জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি আমাদের স্বীকার করেছেন যে, একাধিক নারীর সঙ্গে তার বিবাহবর্হিভূত সম্পর্ক এবং বিবাহবর্হিভূত শারীরিক সম্পর্ক দুটোই ছিল।’
মোবাইলে ম্যাসেঞ্জারে একাধিক নারীর সঙ্গে ‘অনৈতিক’ কথোপথনের তথ্য পাওয়া গেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘বেশকিছু চ্যাটিং পেয়েছি, যাদের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। আমাদের হাতে সেগুলো আছে। তদন্তের স্বার্থে আমরা সেগুলো এখন প্রকাশ করব না। এই নারীদের সঙ্গে যে তার যোগাযোগ ছিল এবং অনৈতিক সম্পর্ক ছিল, সেগুলো এই চ্যাটিংয়ের মাধ্যমে পরিস্কারভাবে ফুটে উঠেছে। তিনি নিজেও আমাদের কাছে স্বীকার করেছেন। পরবর্তীতে তদন্তের মাধ্যমে আরও তথ্য আমরা বের করব এবং মামলার তদন্তের সঙ্গে এগুলো সংযুক্ত করব।’
তিনি বলেন, ‘আমি নিজে ব্যক্তিগতভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেছি। বলেছি যে, আপনাদের (হেফাজতে ইসলাম) যে লক্ষ্য-উদ্দেশ্য বা আপনি যে বেশভূষা নিয়ে চলেন, সেটার সঙ্গে আপনার এই চরিত্র সাংঘর্ষিক কি না, সেটার সঙ্গে মেলে কি না? তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন যে, মানুষ মাত্রেরই ভুল হয়। তিনি কিন্তু বিয়ে করেছেন, এরপরও বিবাহবর্হিভূত সম্পর্ক, এটাও একটা ক্রিমিনাল অফেন্স।’
দেশজুড়ে তাণ্ডবের মাস্টারমাইন্ড জাকারিয়া নোমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামসহ দেশজুড়ে হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনার কমপক্ষে ১০ জন ‘মাস্টারমাইন্ড’ ছিল বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে জাকারিয়া নোমান ফয়জী একজন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশে হেফাজত এই তাণ্ডব চালিয়েছে বলে দাবি তাদের।
পুলিশ সুপার এস এম রশিদুল বলেন, ‘জিজ্ঞাসাবাদে জাকারিয়া নোমান ফয়জী হাটহাজারীতে যেসকল নাশকতামূলক কর্মকাণ্ড হয়েছে, বিশেষ করে পুলিশ সদস্যদের ওপর আক্রমণ, থানা ভাংচুর, ডাকবাংলো ভাংচুর, ভূমি অফিসে আগুন দেওয়াসহ যেসব ফৌজদারি অপরাধ হয়েছে- প্রত্যেকটিতেই তার সম্পৃক্ততার কথা আমাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে।’
তিনি বলেন, ‘এসব ঘটনায় ২-৪-৫-১০ জন যারা মাস্টারমাইন্ড ছিল, তাদের মধ্যে একজন জাকারিয়া নোমান ফয়জী। তাদের ইন্ধনে, তাদের নির্দেশে, তাদের অর্থের যোগানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, প্রত্যেকটি ঘটনার সঙ্গে তিনি (জাকারিয়া) নিজেকে সম্পৃক্ত করেছেন। যেহেতু তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, হাটহাজারীসহ দেশের বিভিন্ন জায়গায় হেফাজত কর্তৃক যেসব ফৌজদারি অপরাধ সম্পৃক্ত হয়েছে, কমবেশি প্রত্যেকটি ঘটনায় কোথাও কোথাও তার সম্পৃক্ততা ছিল, কোথাও কোথাও তার নির্দেশ ছিল, কোথাও কোথাও তার ইন্ধন ছিল। আমরা তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও বিস্তারিত তথ্য আমরা পাব।’
মন্তব্য করুন