করোনাভাইরাস সংক্রমণকালে চিকিৎসা নিয়ে ভারত থেকে ফিরে আসা চট্টগ্রামের ১৪ বাসিন্দাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজন রোগী। বাকিরা তাদের স্বজন। তবে রোগীদের কারও করোনা ধরা পড়েনি। 

বৃহস্পতিবার গভীর রাতে তাদের চমেক হাসপাতালে আনা হয়। গত বুধবার যশোরের বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে আসেন তারা। এরপর সেখানকার একটি হাসপাতালে তাদের রাখা হয়েছিল।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার এস এম হুমায়ুন কবীর বলেন, অসুস্থ চারজনের করোনা পরীক্ষায় সংক্রমণ ধরা পড়েনি। তাদের হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি ১০ জনকে হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।