ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার এক হাজার দরিদ্র পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

দুপুরে ডিক্রির চর ইউনিয়নের ভাঙ্গীডাঙ্গী গ্রামে মোতালেব হোসেন জুনিয়র হাই স্কুলে এবং বিকেলে নর্থ চ্যানেল ইউনিয়নের জালাল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের বিল্লালের ঘাটে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, নেপট কালেকশনস লিমিটেডের এমডি মো. বেলাল হোসেন, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, ডিক্রির চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা একেকের নির্বাহী পরিচালক মো. আব্দুল জলিল, পরিচালক বিএম আলাউদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।