পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার সকালে সেবারহাট জিনিয়াস একাডেমিতে ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগানের উদ্যোগে ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নে সিএনজি, রিকশা, অটোরিকশা ভ্যান গাড়ি চালক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।

এতে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান ছাড়াও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আরিফুল ইসলাম,   ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন  সিএনজি সমিতির সভাপতি মো.  ইয়াছিন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, অটোরিকশা সমিতির সভাপতি সাহাবু উদ্দিন, সাধারণ সম্পাদক আপছার হোসেন, সেনবাগ উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম আমান, শেখ ফিরোজ, এমরান হোসেন, এ কে আরিফ, মিশু, অন্তর, রিদয়, যুবলীগ নেতা আবুল কালাম, ফারুক হোসেন প্রমুখ।