- সারাদেশ
- গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

চট্টগ্রামের আনোয়ারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। রোববার রাতে উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইছহাক সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. ফরহাদ (১৯), মো. আবদুর রহমান (৬২), মো. আরিফ আলী (৪২), লিলু আকতার (২৭)। তারা সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। খবর ইউএনবির
আহতদের স্বজনরা জানান, রোববার বিকালে ১২ লিটারের একটি গ্যাস সিলিন্ডার কিনে আনা হয়। রাতে সিলিন্ডারের মুখে লাগানো প্লাস্টিকের ক্যাপ খোলার চেষ্টা করেন পরিবারের সদস্যরা। কিন্তু ক্যাপ না খোলায় আগুন দিয়ে তা গলানোর চেষ্টা করা হয়। এ সময় সিলিন্ডারটি বিস্ফোরণ হলে চারজনই দগ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, রাত সোয়া ৮ টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তারা জরুরি বিভাগের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক অবস্থায় তারা আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসক জানিয়েছেন।
মন্তব্য করুন