- সারাদেশ
- বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার প্রবেশমুখে শাহ আমানত সেতু সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন- মো. আবু বক্কর ও মো. মফিজ উদ্দিন। এদের মধ্যে আবু বক্কর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহলা-করলডেঙ্গা ইউনিয়নের শেখ চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা। তিনি খাতুনগঞ্জে পাইকারি বাজারে ভোগ্যপণ্যের ব্যবসায়ী। মফিজ খাতুনগঞ্জের একটি মসজিদের ইমাম। তার বাড়ি চন্দনাইশ উপজেলার কানাইমাদারী গ্রামে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, মোটরসাইকেল যোগে আবু বক্কর ও মো. মফিজ উদ্দিন খাতুনগঞ্জ থেকে বের হয়ে শাহ আমানত সেতুর দিকে যাচ্ছিলেন । এদের মধ্যে আবু বক্কর মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি শাহ আমানত সেতু সংযোগ সড়কে পৌঁছলে পেছন থেকে এস আলম সার্ভিসের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে আবু বক্কর মারা যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মফিজকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন