- সারাদেশ
- খুলনায় বিএনপি নেতা বকুলের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
খুলনায় বিএনপি নেতা বকুলের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ

অসহায়দের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হচ্ছে -সমকাল
সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে তিন শতাধিক দুঃস্থ, অসহায়, ছিন্নমূল ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় নগরীর দৌলতপুর থানার আঞ্জুমান স্কুল প্রাঙ্গণে এগুলো বিতরণ করা হয়।
নগরীর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ ইমাম হোসেনের তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মুর্শিদ কামাল, শেখ সাদী, আনসার আলী, কালাম শিকদার, মতলেবুর রহমান মিতুল, আরব আলী সরদার, খবির উদ্দিন, মিজানুর রহমান মিজান, মাজেদ হাওলাদার, মাসুদুর রহমান রানা, আ. রাজ্জাক, শেখ জাকির হোসেন, লিটন খন্দকার, শেখ তাহাজ্জুদ হোসেন, রিয়াজ শাহেদ, শেখ মো. নাজিম প্রমুখ।
মন্তব্য করুন