চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুলের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী  বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নাউরী আহমেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫ সহস্রাধিক দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের হাতে শাড়ি-লুঙ্গি নগদ টাকা ও ঈদ সামগ্রী তুলে দেন সাংসদ নুরুল আমিন রুহুল।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকারের পরিচালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ভাইস চেয়ারম্যান শাহিনা আকতার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, নাউরী আহমেদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, মতলব উত্তর  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি জহির দেওয়ান,জেলা যুবলীগের সদস্য গাজী সাখাওয়াত হোসেন, ছেংগারচর পৌর প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারি, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, শ্রমিকলীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মতলব উত্তর ছাত্রলীগের সাবেক আহবায়ক এডভোকেট মহসিন মিয়া মানিক  প্রমূখ।