- সারাদেশ
- নাটোরে বাসচাপায় ট্রাকের হেলপার নিহত
নাটোরে বাসচাপায় ট্রাকের হেলপার নিহত

নাটোরে বাসচাপায় স্বাধীন (২১) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বাধীন রাজশাহী জেলার চারঘাট থানার গোপালপুর এলাকার মৃত এমদাদ হোসেনের ছেলে।
নাটোর হাইওয়ে পুলিশের ওসি রেজওয়ানুল ইসলাম জানান, নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় সন্ধ্যায় স্বাধীন নামে এক ট্রাকের হেলপার চলন্ত ট্রাক থেকে পড়ে যান। এমন সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ট্রাক থেকে পড়ে গিয়ে বাসচাপায় স্বাধীন মারা যাওয়ার পর ওই ট্রাকের চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। পরে হাইওয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটিকে আটক করতে পারেনি। তবে ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
মন্তব্য করুন