- সারাদেশ
- বাংলাবাজার-শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর চাপ
বাংলাবাজার-শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর চাপ

বাংলাবাজার-শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর চাপ
স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষ। ঢাকামুখী যাত্রী চাপ বেড়েছে বাংলাবাজার ঘাটে। তবে ঈদের পরে কয়েকদিন ঘরমুখী মানুষের চাপ থাকলেও সোমবার তা কমেছে।
দক্ষিণবঙ্গের ২১ জেলার বেশিরভাগ মানুষ বাংলাবাজার ঘাট দিয়ে পার হয়ে কর্মস্থলে ফিরছে। বর্তমানে চালু রয়েছে ১৭টি ফেরি। তবুও যাত্রীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। তবে প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।
সকাল থেকে শিমুলিয়া ঘাট থেকে আসা প্রতিটি ফেরিতে যাত্রীর চাপ গত দু্ইদিনের তুলনায় কম লক্ষ করা গেছে। গণপরিবহন বন্ধ থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে ছোট ছোট যানবাহনে। এতে চরম ভোগান্তির পাশাপাশি গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়াও।
ঘাট সূত্রে জানা যায়, সকাল থেকে ঢাকামুখী মানুষের যাত্রীর চাপ রয়েছে প্রচুর। ঘরমুখী মানুষের চাপ কমতে শুরু করেছে।বাংলাবাজার ফেরিঘাটের সবগুলো পন্টুন চালু থাকায় শিমুলিয়া থেকে একযোগে তিন-চারটি ফেরি যাত্রী ও হালকা যানবাহন নিয়ে আসলেও অল্প সময়েই খালাস করা যাচ্ছে।
বাংলাবাজার ঘাট থেকে ঢাকামুখী হাজার হাজার যাত্রী নিয়ে শিমুলিয়ার দিকে ছেড়ে যাচ্ছে প্রতিটি ফেরি। বাংলাবাজার-শিমুলিশা নৌরুটে ১৭টি ফেরি সচল রয়েছে।
মাদারীপুর বাংলাবাজার ফেরিঘাটের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকামুখী যাত্রীদের চাপও আজ তুলনামুলক বেশি। তাই আমরা সব ফেরি সচল রেখেছি।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল বলেন, ঘাট নিয়ন্ত্রণের জন্য আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ কাজ করে যাচ্ছে। সিভিল সার্জনের সঙ্গে আলোচনা করে একটি মেডিকেল টিমের ব্যবস্থা করছি।
মন্তব্য করুন