- সারাদেশ
- পাওনা টাকা চাওয়ায় স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা
পাওনা টাকা চাওয়ায় স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কাজল চন্দ্র দাস (৫৪) নামের এক স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত ২টার দিকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কাজল চন্দ্র দাস উপজেলার সুবচর ইউনিয়নের চর আমানউল্ল্যাহ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ইন্দুরসরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শান্ত মজুমদার (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে চর আমানউল্ল্যাহ গ্রাম থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত কাজল চন্দ্র দাস ও শান্ত মজুমদার এলাকায় নিয়মিত জুয়া খেলতেন। শান্ত মজুমদারের কাছে কাজল চন্দ্র দাস জুয়ার টাকা পেতেন। রোববার বিকেলে কাজল দাস তার পাওনা টাকা দাবি করেন শান্ত মজুমদারের কাছে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে কাজলকে। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে চিকিৎসা দেয়। রাত ১ টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে কাজলকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি মারা যান।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়া খেলার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে শান্ত মজুমদারকে সকালে তার বাড়ি থেকে আটক করেছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি আরও জানান, পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন