- সারাদেশ
- খোকসায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
খোকসায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার খোকসায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে জিয়া মন্ডল (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের মজুমদার মাঠে এ ঘটনা ঘটে। নিহত জিয়া মণ্ডল একই ইপজেলার সিংঘরিয়া গ্রামের মৃত সলিমুদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বিকালে জিয়া মন্ডল নিজের পাটের জমিতে কাজ করতে মাঠে যান। এর মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। রাতে জিয়া বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে মাঠ থেকে জিয়াকে সংজ্ঞহীন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ওয়ার্ডের মেম্বার আমিরুল জানান, জিয়া প্রান্তিক কৃষক ও নেট ব্যবসায়ী। চাচার সাথে গরুর জন্য ঘাস কাটছিলেন। মেঘ দেখে অন্যরা বাড়ি ফিরলেও তিনি মাঠে থেকে যান।
তিনি আরো জানান, বজ্রপাতে জিয়ার মৃত্যু হয়েছে। তার কান দিয়ে রক্তপাত হতে দেখা গেছে।
মন্তব্য করুন