- সারাদেশ
- স্পিডবোট দুর্ঘটনায় ২৬ প্রাণহানি : চালককে আদালতে প্রেরণ
স্পিডবোট দুর্ঘটনায় ২৬ প্রাণহানি : চালককে আদালতে প্রেরণ

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া ঘাট নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন নদীতে বাল্কহেডের সাথে স্পিডবোটের দুর্ঘটনায় ২৬ জন নিহতের ঘটনার মুল আসামি স্পিডবোট চালক শাহ আলমকে মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।তবে চালকের শারীরিক অবস্থা ভালো না থাকায় এখনি রিমান্ড চাওয়া হবে না বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা।
জানা যায়, গত ৩ মে সকালে বাংলাবাজার-শিমুলিয়া নৌটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন বাল্কহেডের সাথে স্পিডবোটের সংঘর্ষের ঘটনায় তিন শিশু ও এক নারীসহ ২৬ জন নিহত হয়। এ ঘটনায় ওই দিন রাতে কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির এস.আই লোকমান হোসেন বাদী হয়ে বোটের চালক শাহ আলম, মালিক চান্দু ও রেজাউল এবং স্পিডবোট ঘাটের ইজারাদার শাহ আলম খানসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
দুর্ঘটনার পর থেকে স্পিডবোট চালক শাহআলম গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শিমুলিয়ার নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক শাহাদাত হোসেন জানান, ওই স্পিডবোটের নিবন্ধন ছিল না। তদন্তে এর প্রমাণ মিলেছে। স্পিডবোটের চালক শাহ আলমেরও দক্ষতা সনদ ছিল না। এই নৌরুটের বেশির ভাগ নৌযানের একই অবস্থা বলেও জানান তিনি।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনার পর প্রসাশনের নির্দেশে ডোপ টেস্টের জন্য চালকের নমুনা সংগ্রহ করে রাখা হয়। ডোপ টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। এতে গাজা ও ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। স্পীডবোট চালানোর সময় চালক মাদকাসক্ত ছিল ।
স্পিডবোট চালককে আদালতে পাঠানোর বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আল আমিন জানান, স্পিডবোট চালক শাহ আলমকে আদালতে পাঠানো হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো না হওয়ায় এখনি তার রিমান্ড চাওয়া হচ্ছে না।
মন্তব্য করুন