গোপালগঞ্জে পূর্ববিরোধের জের ধরে শরিফুল ইসলাম হেলাল (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম হেলাল ওই গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফেরদাউস আলম মনার ছেলে। তিনি এলাকায় ভলিবল ও কাবাডি খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হিরণ্যকান্দি গ্রামের জাহিদ তালুকদার ও শরিফুল ইসলাম হেলালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে হেলালের ফুফাতো ভাই ইমরুল খন্দকারের গরু প্রতিপক্ষ জাহিদের সমর্থক সেকেন্দার মৃধার ধানের জমিতে গিয়ে পাকা ধান খায়। এটা নিয়ে জাহিদ, সেকেন্দার, সোহেল, রমিজ, শাহিন গরুর মালিক ইমরুলকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে হেলাল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। পথে হিরণ্যকান্দি গ্রামের দক্ষিণপাড়া ব্রিজের কাছে সৈয়দ সরদারের বাড়ির সামনে তাকে জাহিদ তালুকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় শহিদুল তালুকদারকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।