খুলনায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর ভৈরব নদের মানিকতলা গোডউন ঘাট থেকে কিশোর শামিমের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত ১৬ মে রোববার দুপুর ২টার দিকে নগরীর খানজাহান আলী থানার কেবলঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন শামীম।

নিহত শামীম নগরীর খানজাহান আলী থানা এলাকার যোগিপোল ৯নং ওয়ার্ডের সালাম শেখের ছেলে।

খানজাহান আলী ফায়ার সার্ভিসের টিম লিডার সোয়াইব হোসেন মুন্সি জানান, ১৬ মে দুপুর থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুজি করে শামিমের সন্ধান পায়নি। সোমবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। পরে দুপুর ২টার দিকে ভৈরব নদের মানিকতলা গোডাউন ঘাটে ভাসমান অবস্থায় শামিমের লাশ পাওয়া যায়।