পটুয়াখালীর গলাচিপায় পানিতে ডুবে ইয়ান মিয়াজী নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের সামুদাবাদ রোডে এ ঘটনা ঘটে।

ইয়ান গলাচিপার বেসরকারি স্কুল এম এম ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মানিক মিয়াজীর ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে সবার ছোট ছিল।

মারা যাওয়া শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাসার পিছনের ডোবার পাড়ে ইয়ান তার বড় ভাই মানাফ মিয়াজির সাথে খেলছিল। খেলার ফাঁকে কোনো এক সময় সে পাশের ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে ডোবা থেকে ইয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।