- সারাদেশ
- নাটোরে হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু
নাটোরে হাসপাতালে চিকিৎসাধীন হাজতির মৃত্যু

ফাইল ছবি
নাটোরে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে নাটোর আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি।
জহুরুল ইসলাম জেলার বাগাতিপাড়া উপজেলার চক হরিরামপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু সাদাদ বলেন, ২০২০ সালের ১৫ নভেম্বরের একটি মাদক মামলায় জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে নাটোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এরপর থেকে জহুরুল ইসলাম কারাগারে ছিলেন। মঙ্গলবার ভোরে জহুরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়।
মন্তব্য করুন