- সারাদেশ
- সিলেটে স্বদেশীর ছুরিকাঘাতে চীনা নিহত
সিলেটে স্বদেশীর ছুরিকাঘাতে চীনা নিহত

সিলেটে নাস্তার সময় হাত ধোঁয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক চীনা। হামলাকারী ব্যক্তিও চীনের নাগরিক। নিহত ওয়েই ওয়েন্টাও (৪৮) কুমারগাও পাওয়ার স্টেশনে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে সহকর্মী শিউ চাও (৩৪) তাকে চাকু দিয়ে আঘাত করেন।
এ সময় শিউ চাও নিজেও আহত হন বলে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে নগরীর বেসরকারি রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, কুমারগাও পাওয়ার স্টেশনে কর্মরত ১২ জন চীনা নাগরিক নগরীর পাঠানটুলা আবাসিক এলাকার আবু বকরের বি ব্লকের ১১/৯ নম্বর বাসায় ভাড়া থাকেন।
খবর পেয়ে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের।
মন্তব্য করুন