- সারাদেশ
- ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত
ট্রাক্টরচাপায় স্কুলছাত্র নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র (১৪) নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুলছাত্রের নাম রাকিবুল হাসান। সে গাইবান্ধা সদরের গোরস্থানপাড়ার হারুন অর রশিদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাকিবুল হাসান তার বন্ধু নিরবকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। তাদের বহনকারী যানটি গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের নতুন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক রাকিবুল হাসান ঘটনাস্থলেই মারা যায় এবং নিরব গুরুতর আহত হয়। এসময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। নিরবকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন