- সারাদেশ
- নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে সিয়াব আলী নামের নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বজরাপুর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। সিয়াব একই উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া এলাকার সোহেল রানার ছেলে।
সে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঈদ উদযাপন করতে সিয়াব পরিবারের সদস্যদের সাথে উপজেলার বজরাপুর গ্রামে তার নানা আবুল হোসেনের বাড়িতে আসে। দুপুরের পর সিয়াব খেলার সাথীদের সঙ্গে নানাবাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে ডুবে। অনেক খোঁজাখুজি করেও তাকে না পেয়ে সাথীরা সিয়াবের স্বজনদের খবর দেয। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। সিয়াব সাঁতার জানতো না বলে জানিয়েছে তার পরিবারের লোকজন। শিশু সিয়াবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন