নেত্রকোনার কেন্দুয়া, খালিয়াজুরী, মদন ও পূর্বধলা উপজেলায় বজ্রপাতে আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে পৃথক চার উপজেলায় এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২), একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির (২৮ ), মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ( ১৮), একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯) ও পূর্বধরার ধলামূলগাঁও ইউনিয়নের পাটুরী গ্রামের ইসহাক ফকিরের ছেলে জুনায়েদ (১১)।

নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি গণমাধ্যমকে বজ্রপাতে আটজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান বলেন, বজ্রপাতে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ১৫ হাজার এবং আহতদের পরিবারকে ৩ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।