ভারতে করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসার জন্য বিনামূল্যে আরও ৪ কাভার্ডভ্যান ওষুধ ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী পাঠালো বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে জীবণরক্ষাকারী এসব সামগ্রী পাঠানো হয়। 

ভারতের পেট্রাপোল বন্দরে ভারতের স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান। এ সময় নয়াদিল্লির রেডক্রস সোসাইটিসহ উভয় দেশের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আবু তাহের জানান, ৪টি কাভার্ডভ্যানে ২ হাজার ৬৭২ কার্টন করোনাপ্রতিরোধী ইনজেকশন, ক্যাপসুল, হ্যান্ড স্যানিটাইজারসহ ১৮ প্রকারের ওষুধ উপহার হিসেবে পাঠানো হয়। করোনা প্রতিষেধক এসব ওষুধের মূল্য প্রায় ২০ কোটি টাকা।

পণ্য চালানটির সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোলের রবি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, ভারতে পাঠানো ওষুধ ও সুরক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে- এক হাজার ৩৪৮ কার্টনে ৪০ হাজার পিস রেমডিসিভার আইভি ইনজেকশন, ৮২৪ কার্টন ট্যাবলেট ও ক্যাপসুল এবং পাঁচশ কার্টন হ্যান্ড স্যানিটাইজার।

এর আগে বাংলাদেশ সরকার গত ৬ মে ৩৩৪ কার্টনে ১০ হাজার পিস রেমডিসিভার আইভি ইনজেকশন ভারতে পাঠায়।