- সারাদেশ
- দুই তরুণীকে বাসায় আটকে রেখে যৌন ব্যবসা, গ্রেপ্তার ৬
দুই তরুণীকে বাসায় আটকে রেখে যৌন ব্যবসা, গ্রেপ্তার ৬

চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে দুই তরুণীকে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মোগলটুলি কাটা বটগাছ মোড়ের জাফর সওদাগরের ভবন থেকে তাদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী দুই তরুণীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ছয়জন হলেন- আক্তার হোসেন, আবু হোসেন টিপু, মজিবুল বশর রাজু, আলমগীর হোসেন আলম, ইকবাল হোসেন জুয়েল ও বেলাল খান।
পুলিশ জানায়, আকাশ ও শুক্কুর নামে দুই ব্যক্তি অসহায়, গরিব মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে আসেন। পরে চক্রের হোতা আক্তার হোসেনের কাছে বিক্রি করে দেন। আক্তার তাদের বাসায় আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করেন। এখানে আসা খদ্দেরদের সঙ্গে অশ্লীল ছবি তুলে তা প্রকাশের ভয় দেখিয়ে তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিত তারা। খদ্দের নিম্নবিত্তের হলে তাদের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিত। এসব কিছু দেখভাল করত আলম ও রাজু। কেউ প্রতিবাদ করলে তাদের শায়েস্তা করত জুয়েল, বেলাল ও টিপু। এখানে মাদকের আসরও বসাতো তারা। অভিযানে মাদকের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন সমকালকে বলেন, গত ১৫ মে টিপু সাহা নামে এক ব্যক্তি সেখানে গেলে জুয়েল তাকে মারধর করে তার তিনটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। পরে তার এক বন্ধুকে নিয়ে টিপু ওই এলাকায় যায়। আসামিদের একজনকে দেখতে পেয়ে কৌশলে পুলিশকে খবর দেয় সে। পরে পুলিশ অভিযান চালিয়ে জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করে। উদ্ধার হওয়া দুই তরুণী জানিয়েছেন, তাদের চাকরি দেওয়ার নাম করে ২০ হাজার টাকায় আক্তারের কাছে বিক্রি করে দেয় আকাশ ও শুক্কুর। অভিযানের সময় এ দু'জন পালিয়ে গেছে। তাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য করুন