- সারাদেশ
- মোংলা ও সংলগ্ন এলাকায় নৌবাহিনীর ত্রাণ তৎপরতা
মোংলা ও সংলগ্ন এলাকায় নৌবাহিনীর ত্রাণ তৎপরতা

পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন নৌবাহিনীর সদস্যরা
ঘূর্ণিঝড় 'ইয়াস' ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িষ্যা রাজ্যে আঘাত হেনেছে। তবে ইয়াসের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জোয়ারের থেকেও অতিরিক্ত ৩-৪ ফুট জলোচ্ছ্বাস দেখা দেয়। এর প্রভাবে বিশেষভাবে সুন্দরবনসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠী জলাবদ্ধতার সম্মুখীন হয়েছে। জলাবদ্ধতার কারণে নদী ও সাগর সংলগ্ন সাধারণ মানুষের বাড়ি-ঘর ডুবে জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে।
এই প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় উদ্ধার অভিযান পরিচালনার পাশাপাশি বরিশাল, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী ও পিরোজপুরে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ বিতরণ কর্মসূচি শুরু করেছে নৌবাহিনী। ওই এলাকাগুলোতে নৌবহিনীর পক্ষ থেকে মোংলা কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।
জানা গেছে- ত্রাণ কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার ৩ নম্বর বিপদ সংকেত চলাকালে ৬০০ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকাসহ ১০ দিনের খাদ্য হিসেবে চাল, ডাল, আটা, ছোলা, লবণ ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন