- সারাদেশ
- সেনবাগে গাছের ডাল পড়ে কিশোরের মৃত্যু
সেনবাগে গাছের ডাল পড়ে কিশোরের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে গাছের ডাল মাথায় পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া গ্রামের বদল বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত তারেক রহমান শুভ (১৭) একই এলাকার ডাক্তার আবুল বাশারের বাড়ির মো.ফারুকের ছেলে।
ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে একই গ্রামের শুভ ও মহিব উল্ল্যার ছেলে মোজাম্মেল হোসেন (১৭) চুক্তিতে বদল বাড়ির ব্যবসায়ী সালাউদ্দিনের পুকুর পাড়ের গাছ কাটার কাজ নেন। গাছ কাটার সময় শুভ গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় মোজাম্মেল গাছের উপরের ডাল পালা কাটছিলেন।
তিনি জানান, এ সময় কাটা একটি ডাল পড়তে দেখে শুভ দৌড়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করেন। কিন্তু কাটা ডালটি মাথায় পড়লে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন