ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলায় চৌরাস্তার পূর্ব দিকে জাফর আলি পাঠানের দোকানের সামনে চৌরাস্তা-আঠারবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেজন মারা যান। গুরুতর আহত অন্য একজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল আটটার দিকে আঠারোবাড়ি থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস চৌরাস্থার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি অটো রিকশার সঙ্গে এর মুখোমূখি সংঘর্ষ হয়। এতে অটোতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তি। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর অন্য দুইজনকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ-কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মারা যান কাঁচামাল ব্যবসায়ী শাহাবুদ্দিন (৪৫)। তিনি বাশহাটি গ্রামের মৃত বাবর আলীর ছেলে। আহত আরেক যাত্রী মজিবুর রহমানকে (৩৫) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কেন্দুয়া উপজেলার শিমুলতলা গ্রামের আবুল হাশেমের ছেলে।

এ ঘটনার পর স্থানীয় লোকজন মাইক্রোবাসের চালক শরিফুলকে আটক রাখে। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

শরিফুল জানান, তিনি আঠারবাড়ি থেকে সাতজন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর রং সাইডে আসা একটি অটো রিকশার সাথে মাইক্রোবাসের মূখোমুখি সংঘর্ষ হয়। গতি কম থাকায় মাইক্রোবাসে থাকা যাত্রীসহ তিনি নিজে প্রাণে বেঁচে গেছেন।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।