- সারাদেশ
- ৬৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু
৬৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

ছবি: সমকাল
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দীর্ঘ প্রায় ৬৫ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে পুনরায় এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
এর আগে গত মঙ্গলবা বিকেল ৫টার দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্দেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয়। ফলে দীর্ঘ সময় লঞ্চে পারাপার হওয়া যাত্রীরা ফেরিতে পারাপার হয়েছেন। এদিকে এ নৌরুটে ইয়াসের প্রভাবে কিছু সময় ব্যহত হয়েছে ফেরি চলাচলও। তবে এখন স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সেপেক্টর আফতাব হোসেন জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার সকাল ১০টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
মন্তব্য করুন