- সারাদেশ
- রাজশাহীতে করোনা শনাক্ত বাড়ছেই
রাজশাহীতে করোনা শনাক্ত বাড়ছেই

ফাইল ছবি
রাজশাহী জেলায় করোনাভাইরাস শনাক্তের হার বেড়েই চলেছে। বৃহস্পতিবার জেলায় ১১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়াও বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত পাঁচজন এবং উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছে।
রামেক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রামেক ল্যাবে এবং রামেক হাসপাতালে ২১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০০ জনের ফল পজেটিভ আসে। অর্থাৎ শনাক্তের হার ৪৬ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল জেলার উপজেলা পর্যায়ে ৫০ জনের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এতে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ২৮ শতাংশ।
গত তিনদিনের রামেক ল্যাব ও রামেক হাসপাতালে পরীক্ষা করা রোগীদের পজেটিভ ফল বিশ্নেষণ করলে দেখা যায়, মঙ্গলবার রাজশাহী জেলায় করোনা পজেটিভের হার ছিল মোট পরীক্ষার ২১ দশমিক ৭ শতাংশ। গত বুধবার সেটি দ্বিগুণ হয়ে দাঁড়ায় ৪২ শতাংশে। আর বৃহস্পতিবার তা বেড়ে দাঁড়ায় ৪৬ দশমিক ০৬ শতাংশে।
রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবের ইনচার্জ সাবেরা গুলনেহার বলেন, রাজশাহীতে করোনা সংক্রমণ ভয়াবহভাবে বাড়ছে। বাড়তে বাড়তে ৫০ শতাংশের কাছাকাছি এসে পৌঁছেছে। এখনই সবাইকে সচেতন হতে হবে। তাই মাস্ক পরতে হবে এবং কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। অন্যথায় এটি আরও ভয়াবহ হতে পারে।
রাজশাহী সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেন, ঈদের পর থেকে রাজশাহীতে করোনা শনাক্ত বাড়ছেই। মানুষকে সচেতনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও মাস্ক পরতে হবে। আমরা সংক্রমণ কমাতে এবং আক্রান্ত শনাক্তে করোনার অ্যান্টিজেন পরীক্ষার ওপর জোর দিচ্ছি।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত মৃতদের মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত ছিলেন। বাকি পাঁচজনের উপসর্গ ছিল। পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, শুক্রবার দুপুর পর্যন্ত এ হাসপাতালে করোনাআক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৭৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আক্রান্ত ৭১ জন। যার মধ্যে আইসিউতে ভর্তি হয়েছেন ১৩ জন।
মন্তব্য করুন