- সারাদেশ
- ইউএনও গিয়ে ঠেকালেন বাল্যবিয়ে
ইউএনও গিয়ে ঠেকালেন বাল্যবিয়ে

প্রতীকী ছবি
বরিশালের গৌরনদী উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার (১৪)। শুক্রবার দুপুরের ভোজ অনুষ্ঠান শেষে তার শ্বশুরবাড়িতে যাওয়ার দিনক্ষণ নির্ধারিত হয়েছিল। তার আগে বেলা ১১টার আঁখিদের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বাস।
কিশোরী আঁখি উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের মনির হাওলাদারের মেয়ে। ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস জানান, মনির হাওলাদার তার স্কুলপড়ূয়া মেয়ের বিয়ে ঠিক করেছিলেন একই গ্রামের মাসুম ঘরামি নামে এক যুবকের সঙ্গে।
শুক্রবার দুপুরে বিয়ে হওয়ার কথা ছিল। সব আয়োজন সম্পন্ন করেছিলেন তারা। খবর পেয়ে তিনি পুলিশসহ সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেন। নাবালিকা মেয়ে বিয়ে দেবেন না জানিয়ে মুচলেকা দেন মেয়ের মা-বাবা।
মন্তব্য করুন