- সারাদেশ
- সাঁতার না জেনে নদীতে ঝাঁপ, স্কুলছাত্রের মৃত্যু
সাঁতার না জেনে নদীতে ঝাঁপ, স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাঁতার না জেনে বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দেওয়ায় হামিম নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত হামিম ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকার ইজিবাইক চালক মোস্তফা কামালের ছেলে। শুক্রবার দুপুরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
মোস্তফা কামাল বলেন, হামিম সকালে ক্রিকেট খেলার কথা বলে বাসা থেকে বের হয়। এরপর বন্ধুদের সঙ্গে নদীর অপর পাড়ে একটি মাঠে খেলাধুলা করে। খেলা শেষে ফেরার পথে তার বন্ধুরা নদীতে ঝাঁপিয়ে পড়ে আনন্দ করতে থাকলে হামিমও তাদের সঙ্গে নদীতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় হামিম পানিতে ডুবে যায়, কিন্তু তাৎক্ষণিকভাবে বিষয়টি কেউ বুঝতে পারেনি।
খবর পেয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে নদী থেকে হামিমের লাশ উদ্ধার করেন তার বাবা।
মন্তব্য করুন