কেন মনোনয়নবঞ্চিত, জানা নেই এমপি দুর্জয়ের
দুর্জয়
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ০০:৪৯
সব যোগ্যতা থাকার পর কেন দলীয় মনোনয়নবঞ্চিত, তা জানা নেই মানিকগঞ্জ-১ আসন থেকে গত দুই মেয়াদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত এমপি জাতীয় ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের। এবার তাঁর আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। দুর্জয় জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর প্রতি সম্মান রেখে আওয়ামী লীগ প্রার্থীর যাতে ক্ষতি না হয়, এর জন্য তিনি স্বতন্ত্র থেকে এবার নির্বাচনে দাঁড়াননি।
গতকাল শুক্রবার মানিকগঞ্জ শহরে নিজ বাসভবনে সমকালকে দুর্জয় জানান, দলীয় মনোনয়ন পেতে যেসব যোগ্যতার কথা বলা হয়েছিল, সবগুলোই তাঁর ছিল। প্রথম শর্ত ছিল এলাকার নেতাকর্মী ও জনগণের সঙ্গে সুসম্পর্ক, দুই. করোনার সময়ে মানুষের পাশে দাঁড়ানো, তিন. দলীয় কর্মসূচি পালন ও বয়স বিবেচনা। দুর্জয় মনে করেন, মাঠ পর্যায়ে তাঁর কর্মকাণ্ডের সঠিক তথ্য হয়তো প্রধানমন্ত্রীর হাতে পৌঁছায়নি। এর পরও প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এর প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে তাঁর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। অনেক বর্তমান এমপি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আমাকেও স্বতন্ত্র প্রার্থী হতে জেলার নেতাসহ তৃণমূল নেতাকর্মীরা চাপ দিয়েছেন। কিন্তু মনে করি, আমি স্বতন্ত্র প্রার্থী হলে দলীয় প্রার্থীর ক্ষতি হয়ে যাবে আর প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে অসম্মান করা হবে। সে কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হইনি।’
দুর্জয় আরও বলেন, ‘আমার দাদা ব্রিটিশ আমলে ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিলেন। এর পর বাবা আবু মো. সাইদুর রহমান জাতির পিতার সঙ্গে রাজনীতি করে ১৯৭৩ সালে এমপি নির্বাচিত হন। পারিবারিকভাবে আমাদের রক্তে মিশে আছে আওয়ামী লীগ। কাজেই দলের কোনো ক্ষতি হয়, এমন কাজ আমি করব না।’
আসন্ন নির্বাচনে ভূমিকা কেমন হবে– এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, অথচ আমাকে একবারও বলেননি। গত বৃহস্পতিবার রাতে বাসায় এসে দলীয় প্রার্থী আব্দুস সালাম শুধু বলেছেন, সবদিকে নৌকার জোয়ার বইছে। তোমার নেতকর্মীকে নির্দেশ দিয়ে দাও তারা যেন দলীয় প্রার্থীর পক্ষে কাজ করে।’ আন্তরিকতার সঙ্গে দলীয় প্রার্থী সহযোগিতা চাইলে তিনি মাঠে নেমে নৌকার পক্ষে কাজ করবেন বলে জানান।