ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

নৌকা ‘ঠেকাতে’ ভোটের মাঠে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি

নৌকা ‘ঠেকাতে’ ভোটের মাঠে  স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি

প্রতিকী ছবি

কামাল উদ্দিন, কুমিল্লা

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ০১:০৮

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে নৌকার মনোনয়নে বড় কোনো চমক ছিল না। দুটি আসন ছাড়া অপর ৯টি আসনেই মনোনয়ন পেয়েছেন দলীয় বর্তমান সংসদ সদস্যরাই। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গত বৃহস্পতিবার প্রায় সব আসনেই নৌকা ‘ঠেকাতে’ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের গুরুত্বপূর্ণ নেতারা। তবে অর্থমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীর আসনে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হননি বলে জানা গেছে। দলের স্বতন্ত্র প্রার্থীদের অভিমত তারা কর্মী-সমর্থকদের চাপের মুখে প্রার্থী হয়েছেন। অবশ্য নৌকার মনোনয়ন পাওয়া কয়েকজন প্রার্থী বলেছেন, ‘নৌকার বিজয়ের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীরাও নৌকার পক্ষে চলে আসবে।’

কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) এ আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। এ আসনের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া কিংবা তাঁর পরিবার থেকে নির্বাচন করার কথা ছিল। তাঁর ছেলে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার বাবার কথা হয়েছে। তিনি আমাদের স্বতন্ত্র পদে নির্বাচন না করার নির্দেশ দিয়েছেন, তাই নেত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা স্বতন্ত্র নির্বাচন থেকে বিরত রয়েছি।’ তবে এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য নাঈম হাসান।
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) এ আসনে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হোমনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা অধ্যক্ষ আবদুল মজিদ এবং মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম।
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নৌকার প্রার্থী দুইবারের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নৌকা পেয়েছেন দুই বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ শাখার সভাপতি ডা. ফেরদৌস আহমেদ খন্দকার। আবুল কালাম আজাদ বলেন, ‘নেতাকর্মীর চাপে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, তবে আমার বিজয় হলে তো আওয়ামী লীগেরই বিজয়।’ সংসদ সদস্য রাজী ফখরুল বলেন, ‘নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক। আশা করি, নৌকার বিজয়ে কাজ করবেন স্বতন্ত্র প্রার্থীরা।’ 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে নৌকার টিকিট পেয়েছেন আবুল হাশেম খান। আর মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হাফ ডজন দলীয় নেতা। এর মধ্যে অন্যতম কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন।

কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সিটি করপোরেশন) আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আঞ্জুম সুলতানা সীমা। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সদস্য।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন ডা. প্রাণ গোপল দত্ত। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন পাঁচবারের সংসদ সদস্য প্রয়াত অধ্যাপক আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু। তিনি চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। টিটু বলেন, ‘উপজেলা আওয়ামী লীগ ডা. প্রাণ গোপালের সঙ্গে নেই। তাই দলের নেতাকর্মীর অনুরোধে প্রার্থী হয়েছি আমি।’

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য নাসিমুল আলম চৌধুরী ও তাঁর স্ত্রী তাহমিনা চৌধুরী। আর নৌকার প্রার্থী হয়েছেন শিল্পপতি আবু জাফর মো. শফিউদ্দিন শামীম। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। শামীম বলেন, ‘বরুড়ার আওয়ামী লীগ নৌকার বিজয়ের জন্য ঐক্যবব্ধ।’
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে নৌকা পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এখানে দলের কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হননি। তবে নৌকার প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জাপা, জাকের পার্টি ও তরীকত ফেডারেশনসহ ৯ প্রার্থী।

কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট ও লালমাই) আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এখানেও দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হননি। তবে নৌকা ঠেকাতে মাঠে রয়েছেন তৃণমূল বিএনপিসহ সাত প্রার্থী।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে নৌকার টিকিট পেয়েছেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘উত্তর জেলার পাঁচটি আসনেই মনোনয়ন না পেয়ে দলের অনেকেই প্রার্থী হয়েছেন। বিষয়টি কেন্দ্রকে জানানো হচ্ছে।’
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি বলেন, ‘আশা করি স্বতন্ত্র প্রার্থীরাও ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করবেন।’

whatsapp follow image

আরও পড়ুন

×