চলল কক্সবাজার এক্সপ্রেস, সাক্ষী ১০২০ যাত্রী
কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ১০২০ যাত্রী নিয়ে ঢাকামুখী ‘কক্সবাজার এক্সপ্রেস’। শুক্রবার দুপুরে -সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ০১:১৭ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৩ | ০৭:৩৩
ঢাকা থেকে কক্সবাজার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ট্রেনের যাত্রা শুরু হলো। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ‘কক্সবাজার এক্সপ্রেস’। প্রথম ট্রেনে ১ হাজার ২০ যাত্রী ইতিহাসের সাক্ষী হন বলে জানিয়েছেন কক্সবাজারের স্টেশনমাস্টার গোলাম রাব্বানী।
কক্সবাজার স্টেশনে এ ট্রেনযাত্রা উদ্বোধন করে রেল সচিব ড. হুমায়ুন কবীর চট্টগ্রাম পর্যন্ত ভ্রমণ করেন। ট্রেন ছাড়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন যোগাযোগে পর্যটন ও ব্যবসা-বাণিজ্যে চাঙ্গা ভাব ফিরে আসবে। তার প্রমাণ আগামী ১০ দিনের টিকিট বিক্রি হয়ে গেছে। ট্রেন বাড়ানোর পাশাপাশি যাত্রীসেবার মান ও নিরাপত্তা জোরদার করা হবে। রেল সচিব আরও বলেন, ‘এখন ট্রেনটিতে কোনো কেবিন সুবিধা নেই। এসি শোভন কোচে পর্যাপ্ত চেয়ার থাকবে। জানুয়ারি থেকে এ রুটে আরও কয়েকটি ট্রেন চালু হবে।’
উদ্বোধন উপলক্ষে গতকাল সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশন খুলে দেওয়া হয়। দূরদূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন। উৎসুক মানুষের মধ্যে বাণিজ্যিক ট্রেন চালু নিয়ে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। স্ত্রীকে নিয়ে ট্রেনের যাত্রী কক্সবাজার কুতুবদিয়ার মোহাম্মদ জুবায়ের বলেন, কক্সবাজার থেকে প্রথম ট্রেন ঢাকা যাচ্ছে। কোনো কাজে নয়, শুধু অভিজ্ঞতা স্মৃতি করে রাখতেই স্ত্রীকে নিয়ে ভ্রমণ করছি। ষাটোর্ধ্ব আরেক যাত্রী আবু বক্কর বলেন, আশির দশক থেকে স্বপ্ন দেখে আসছি, ট্রেন আসবে কক্সবাজারে। অবশেষে সে স্বপ্ন পূরণ হলো।
বাণিজ্যিক ট্রেনটির লোকোমাস্টার আব্দুল আউয়াল বলেন, ২০ বছর ধরে ট্রেন চালাচ্ছি। সবচেয়ে স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে কক্সবাজার এক্সপ্রেসের প্রথম যাত্রা।
জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামে বিকেল ৩টা ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় রাত ৯টা ১০ মিনিটে। এর পর কমলাপুর স্টেশনে আনুষ্ঠানিকতা শেষে পর্যটন শহর অভিমুখে একই ট্রেন রওনা করে রাত সাড়ে ১০টায়। এ প্রান্তে উদ্বোধন শেষে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন রেলের মহাপরিচালক কামরুল আহসান।
কক্সবাজার-ঢাকা রেলপথের দৈর্ঘ্য প্রায় ৪৮০ কিলোমিটার। তবে এ রেলপথের বাণিজ্যিক দূরত্ব ৫৫১ কিলোমিটার। কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ার ৬৯৫, এসি চেয়ার ১ হাজার ৩২৫, এসি সিট ১ হাজার ৫৯০ ও এসি বার্থের ভাড়া ২ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে ঝিলংজা ইউনিয়নের চান্দের পাড়ায় ২৯ একর জমির ওপর নির্মিত হয় ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন ছয় তলার আইকনিক রেলস্টেশন। গত ১১ নভেম্বর এ স্টেশনসহ ১০১ কিলোমিটারের দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।