ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় হুইপ সামশুলকে শোকজ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় হুইপ সামশুলকে শোকজ

হুইপ সামশুল হক চৌধুরী- ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ০২:৪১

চট্টগ্রামে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শুক্রবার চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের দায়িত্বে নিযুক্ত নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ শেখ মো. মহিবুল্লাহ এ নোটিশ দেন। একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের খবরের সূত্র উল্লেখ করে জারি করা নোটিশে সামশুল হক চৌধুরীকে অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী। বিপুল কর্মী সমর্থক নিয়ে শোডাউন করে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আসেন। এবার তিনি এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×