- সারাদেশ
- রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু
রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ এবং ২ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, রাজশাহী ও নওগাঁর একজন করে রয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৮ জন, রাজশাহীর ১০ জন ও নাটোরের ২ জন রয়েছেন।
এদিকে গত সোমবার রাজশাহী বিভাগের আট জেলায় ৩০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে রাজশাহীর ১২৭ জন , চাঁপাইনবাবগঞ্জের ৯৩ জন এবং নওগাঁর ৫৯ জন রয়েছেন। এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, রাজশাহীর ২ জন এবং জয়পুরহাটের ১ জন রয়েছেন।
এর আগে রোববার রাজশাহী বিভাগে ৩৩৭ জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়। এটিই ছিলো একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা।
রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৭৫ জন। মারা গেছেন ৫৫৮ জন। এর মধ্যে বগুড়ায় ৩১৩ জন, রাজশাহীতে ৮৬ জন, নওগাঁয় ৪০ এবং চাঁপাইনবাবগঞ্জের ৩৭ জন রয়েছেন।
মন্তব্য করুন