ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

এইচএসসিতে সবাই ফেল

তিন কলেজকে চট্টগ্রাম বোর্ডের শোকজ

তিন কলেজকে চট্টগ্রাম বোর্ডের শোকজ

চট্টগ্রাম শিক্ষা বোর্ড- ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৩ | ০৫:১৭

এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিনটি কলেজের একজন শিক্ষার্থীও পাস করেননি। এর কারণ জানতে চেয়ে কলেজগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি (শোকজ নোটিশ) দিয়েছে বোর্ড। সাত কর্মদিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

প্রতিষ্ঠান তিনটি হলো– চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের ন্যাশনাল পাবলিক কলেজ, খাগড়াছড়ির মহালছড়ি বৌদ্ধ শিশুঘর স্কুল অ্যান্ড কলেজ ও মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ।

চিঠিতে উল্লেখ করা হয়, শতভাগ শিক্ষার্থী অনুত্তীর্ণ হওয়ায় কেন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না– সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। 

বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক জাহেদুল হক বলেন, তিন কলেজ থেকে কেউ পাস না করার বিষয়টি উদ্বেগের। তাদের জবাবের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×