- সারাদেশ
- পাবনায় বজ্রপাতে ১ জনের মৃত্যু
পাবনায় বজ্রপাতে ১ জনের মৃত্যু
পাবনার বেড়ায় বজ্রপাতে দুলাল মোল্লা নামে এক গ্রামবাসী মারা গেছেন।
দুলাল মোল্লার বয়স ছিল ৪০ বছর। তিনি চাকলা ইউনিয়নের ১নং ওর্য়াডের মোল্লাপাড়া গ্রামের মৃত আবুসামা মোল্লার ছেলে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার সমকালকে জানান, শনিবার সকালে চাকলা ছোন্দহ ব্রীজ নামক স্থানে ফসলি মাঠে বজ্রপাতের ঘটনা ঘটে।
দুলাল মোল্লা প্রতিদিন ভোরে তার নিজের জমি থেকে সবজি তুলে ব্যাপারিদের কাছে বিক্রি করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি জমিতে শসা তুলতে গেলে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষন পরে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।
পরে দুলালের ছোট ভাই মিলন স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দুলাল মোল্লা চাকলা মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডের সোহান ডেকোরেটরের মালিক ছিল।
বেড়া উপজেলার উপ সহকারী প্রকৌশলী মো. শহিদুল্লাহ জানান, পাবনা জেলা প্রশাসকের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল হতে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
মন্তব্য করুন