- সারাদেশ
- গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে সজল আহম্মেদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আটুয়া মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সজল আটুয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মাঝগাঁও ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আলীম জানান, আটুয়া গ্রামে রফিকের বাড়ির সামনের একটি পুকুরে সজলসহ ৫-৬ জন শিশু গোসল করতে নামে। এসময় হঠাৎ শিশু সজল পানিতে তলিয়ে যায়। এ দৃশ্য দেখে একই এলাকার আব্দুল মালেকের ছেলে আরিফুল ইসলাম (৭) তাকে উদ্ধার করতে গেলে সেও তলিয়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি দেখতে পেয়ে তাদেরকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই সজলের মৃত্যু হয়। মূমূর্ষ অবস্থায় আরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারু ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন